ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার আহবান জানানো হচ্ছে। সেই লক্ষ্যে https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় গিয়ে ইনস্টিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে শিক্ষার্থীকে তার ড্যাসবোর্ডে লগ ইন করার মাধ্যমে আগামী ৬ জুলাই, ২০২১ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এই সময়সীমা মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে। নির্বাচন কমিশন থেকে এই তালিকা অনুমোদিত হবার পর শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।

রেজিস্ট্রার
ঢাকা বিশ্ববিদ্যালয়