
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ‘ডিজেএস কার্নিভাল: একাডেমিক, স্পোর্টস অ্যান্ড কালচার-২০২৪’ শীর্ষক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ছবি: ডিজেএস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সাত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিজেএস কার্নিভাল: একাডেমিক, স্পোর্টস অ্যান্ড কালচার ২০২৪’ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিভাগ দিবসের অনুষ্ঠানে অন্যতম গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।
সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ও বিভাগের প্রাঙ্গণে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোয় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম।
গতকাল সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। বিশেষ অতিথি ছিলেন মিতসুবিশি করপোরেশন লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিউং-হো লি ও জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচি গুচি তোমোহিদে। অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলরুবা শারমীন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শিবলী নোমান। বিভাগের উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য কাজুকে ভূঁইয়া ট্রাস্ট, জাইকা বাংলাদেশ ও মিতসুবিশি করপোরেশনকে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’-এ ভূষিত করা হয়।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘জাপানিজ স্টাডিজ বিভাগ অপেক্ষাকৃত নতুন হলেও অন্যান্য বিভাগের জন্য শিক্ষা, সহশিক্ষা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক স্থাপনে দৃষ্টান্ত স্থাপন করেছে। জাপান-বাংলাদেশ সম্পর্কে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, ‘এ বিভাগ শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অঞ্চল অধ্যয়ন বিভাগ।’ মিউং-হো লি বলেন, ‘এখানকার গ্র্যাজুয়েটদের জাপানি কোম্পানিগুলোয় কাজ করার অবারিত সুযোগ রয়েছ।’ ইচি গুচি তোমোহিদে বলেন, ‘জাপানিজ স্টাডিজ বিভাগ, এর শিক্ষক ও শিক্ষার্থীরা জাপান-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চমৎকার ভূমিকা পালন করছে। জাইকা বাংলাদেশ সবসময়ই এ বিভাগের উন্নয়নে সহায়তা করবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম অঞ্চল অধ্যয়ন বিভাগ জাপানিজ স্টাডিজ বিভাগ জাপান ও পূর্ব এশিয়ার অর্থনীতি, রাজনীতি, ব্যবসা, সমাজ, জাপানি ভাষা-সাহিত্য-সংস্কৃতি, দর্শন, ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও অধ্যয়ন করে আসছে। এবারের বিভাগ দিবসের অনুষ্ঠানে জাইকা, মিতসুবিশি করপোরেশন লিমিটেড, নিউভিশন সলিউশনস লিমিটেড, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ আরো অনেক সংশ্লিষ্ট দেশী-বিদেশী ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল এসিআই মটরস, কো-স্পন্সর হিসেবে আইডিএলসি পিএলসি, প্লাটিনাম স্পন্সর লায়ন কল্লোল লিমিটেড ও গোল্ড স্পন্সর হিসেবে ছিল ইউয়াসা ব্যাটারি।
News Link: https://shorturl.at/ks8Xx