করোনা-পরবর্তী জাপান নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন

‘করোনা-পরবর্তী জাপান: অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও সাহিত্য’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। ১৮ মার্চছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘করোনা-পরবর্তী জাপান: অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও সাহিত্য’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত, ফিলিপাইন, তাইওয়ান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ব্রাজিল, ফিলিস্তিনসহ ১৫টি দেশের শিক্ষক ও গবেষকেরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

উপাচার্য মো. আখতারুজ্জামান সম্মেলনটির আয়োজকদের ধন্যবাদ জানান। বাংলাদেশে করোনা-পরবর্তী বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ। দুই দেশের মধ্যে বিরাজমান শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে হবে।

জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান, দিল্লির জাপান ফাউন্ডেশনের মহাপরিচালক কোজি সাতো এবং জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল বারকাত। জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিভাগটির সহকারী অধ্যাপক শিবলী নোমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।